বালাগঞ্জ উপজেলার চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার ছাত্র সংসদের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ রোববার (০৩ নভেম্বর) এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি হাজী আব্দুল মান্নান।
মাওলানা আলী আহমদের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহসভাপতি মাওলানা সৈয়দ সুলতান আহমদ, জাতীয় উলামা মাশায়েখ সুন্নি পরিষদের সভাপতি মাওলানা আনছার আহমদ সিদ্দিকী, ওসমানীনগর উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান চৌধুরী, মাওলানা সুলতান আহমদ, মুফতি মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল করিম, মাওলানা আবুল হোসাইন, হাজী আজির উদ্দিন মেম্বার, সাংবাদিক আবুল কালাম আজাদ, ইসলামিক ফাউণ্ডেশন বালাগঞ্জ উপজেলার মডেল কেয়ার টেকার মাওলানা আছাব আলী প্রমুখ। সবশেষে পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।