সঠিক মাত্রায় নিয়ম মতো
হোমিওপ্যাথি খেলে
চোর-ডাকাত আর প্রতারকের
স্বভাব যায় বদলে।
হোমিওপ্যাথি মানুষ জনকে
শান্তি করে দান
তার স্পর্শে মৃত প্রায়ের
সজীব হয় প্রাণ।
রোগ জর্জরিত মানুষগুলো
হোমিওপ্যাথির গুণে
দুঃখ-কষ্ট-ব্যাথা ভুলে
হাসে আপন মনে।
তাই উপযুক্ত হোমিওপ্যাথের
চাই উপযুক্ত সম্মান
সুন্দর সমাজ বিনির্মানে সর্বত্র
চাই হোমিওপ্যাথির স্থান।
আমার আছে প্রজ্ঞা ও জ্ঞান
বুঝি মন্দ-ভালো
দিকে দিকে জ্বালাতে চাই
হোমিওপ্যাথির আলো।