সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের সম্পাদক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য, প্রাবন্ধিক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল গত ২১ জানুয়ারি স্বস্ত্রীক ইংল্যাণ্ড গিয়েছেন।
জানাগেছে, লণ্ডনে বিশেষ এ সফর শেষে তিনি ২৬ ফেব্রুয়ারি পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদিআরবে যাবেন এবং ৪ মার্চ বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। লণ্ডনে অবস্থানকালে তাঁর লেখা ‘বালাগঞ্জের ইতিবৃত্ত’ গ্রন্থে প্রবাসীদের জীবনযাত্রাসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত ব্যক্তিত্বদের পরিচিতি সংগ্রহ করবেন।
বালাগঞ্জের সমাজসেবক, শিক্ষানুরাগী, শিক্ষাদরদী এবং উন্নয়নে বিশ্বাসী ব্যক্তিদের সমাজসেবামূলক কাজের পরিচিতি, ঐ গ্রন্থে তুলে ধরা হবে। সেই সাথে বৃটেনে বালাগঞ্জের নতুন প্রজন্ম যারা শিক্ষা, ব্যবসা, চাকুরি, সমাজসেবায় কৃতিত্ব ও সাফল্যের স্বাক্ষর রেখেছেন তাদের সংক্ষিপ্ত পরিচিতি এই গ্রন্থে প্রকাশ করা হবে।
এছাড়া মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে বালাগঞ্জের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠায় যাঁরা অবদান রেখেছেন তাঁদের কোন তথ্য-উপাত্ত প্রবাসীদের নিকট থাকলে তা-দিয়ে গ্রন্থটিকে সমৃদ্ধ করার আহবান জানিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল জানিয়েছেন, বালাগঞ্জের ইতিবৃত্ত গ্রন্থের তথ্য-উপাত্ত নিয়ে- লণ্ডন অবস্থানকালে প্রবাসী কমিউনিটি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সাথে তিনি মতবিনিময় করবেন।
তাঁরসাথে যোগাযোগ কিংবা গ্রন্থের জন্য যেকোনো তথ্য নিম্নের-ঠিকানায় অথবা ই-মেইলে প্রেরণের অনুরোধ জানান।
Mr. Mifta Ahmed, 7b Riddy, Lane, Luton LU3 2AD. E-mail: Jewel 769@ymail.com, 07398933267, WhatsApp 008801711335830.