সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের জামালপুরের সমাজকর্মী বুরহান উদ্দিনের ইন্তেকাল : আজ বাদ জোহর জানাজা



বালাগঞ্জ উপজেলার হযরত শাহজামাল (রহ.) দারুস সুন্নাহ নূরীয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সহসভাপতি, দেওয়ান বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সমাজকর্মী বুরহান উদ্দিন বুরহান উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজা আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) বাদ জোহর (২:০০ ঘটিকায়) স্থানীয় জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

প্রয়াত বুরহান উদ্দিন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিরমান উদ্দিনের বড়ভাই। তিনি ব্যক্তিগত জীবনে একজন সজ্জন, ধর্মপ্রাণ মানুষ হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন। বিভিন্ন মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!