রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে উন্নয়ন মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়



৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ ইং সফল ভাবে সম্পন্নের লক্ষ্যে বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় আয়োজিত মতবিনিময় সভায় বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হক।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবদাল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন রিপন, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল মুনিম, সাংবাদিক রজত চন্দ্র দাশ ভুলন, শাহাব উদ্দিন শাহিন, জিল্লুর রহমান জিলু, মো: আব্দুশ শহীদ, কাজল মিয়া, তারেক আহমদ, রায়হান আহমদ, পূবালী ব্যাংকের ম্যানেজার আলীমুজ্জামান, সোনালী ব্যাংকের ম্যানেজার তফজ্জুল হোসেন, পল্লী বিদ্যুৎ এর পরিচালক মাহমুদ হোসেন মাছুম, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমীর আলী, বৈশাখী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, ছাত্রলীগ নেতা মাহবুব আলম তুহিন, বেলাল আহমদ, প্রবাসী শায়েস্তা মিয়া, আব্দুল কাদির প্রমুখ।

মতবিনিময় সভায় বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হক উন্নয়ন মেলার সার্বিক দিক তুলে ধরে বালাগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!