শনিবার, ৯ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা



“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে  বালাগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে উপজেলা  প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদউস সামাদ চৌধুরী।

র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এমএ খান অডিটোরিয়ামস্থ মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালীতে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

র‌্যালী শেষে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হকের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী।

উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সাধন চন্দ্র দাসের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদাল মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ মাওলানা আলী আসগর, মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ মতিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিনপ্রমূখ। এর আগে প্রধান অতিথি এমপি সামাদ চৌধুরী উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শক করেন।

এদিকে, গত বুধবার বিকেলে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম বালাগঞ্জের এমএ খান অডিটোরিয়াম প্রাঙ্গনের আয়োজিত উন্নয়ন মেলার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করে গেছেন। তিনি উন্নয়ন মেলার সার্বিক প্রস্তুতি, মেলার বিভিন্ন স্টল এবং অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি উন্নয়ন মেলাকে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত মেলায় মোট ৪০টি স্টল অংশ গ্রহণ করছে।

৩দিন ব্যাপী অনুষ্ঠিত এ উন্নয়ন মেলা ৬ অক্টোবর সমাপ্ত হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!