সভায় সভাপতিত্ব করেন মোঃ গোলাম মোস্তফা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হাজী তোফায়েল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক খলকু মিয়া, জাতীয় শ্রমিক পার্টি নেতা মো: মুরশেদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টি নেতা মো: আইয়ুবুর রহমান আইয়ুব, এবং জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতি ক্রমে মো: গোলাম মোস্তফাকে সভাপতি এবং মো: সালিক মিয়াকে সাধারণ সম্পাদক এবং মামুন আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট মোল্লারগাও ইউনিয়ন জাতীয় পার্টির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।