শনিবার, ২ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন



দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী তোফায়েল আহমদের বাড়িতে এক সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ গোলাম মোস্তফা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হাজী তোফায়েল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক খলকু মিয়া, জাতীয় শ্রমিক পার্টি নেতা মো: মুরশেদ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টি নেতা মো: আইয়ুবুর রহমান আইয়ুব, এবং জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতি ক্রমে মো: গোলাম মোস্তফাকে সভাপতি এবং মো: সালিক মিয়াকে সাধারণ সম্পাদক এবং মামুন আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট মোল্লারগাও ইউনিয়ন জাতীয় পার্টির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!