শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এড. মণ্টুর গণসংযোগ



সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা, সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুর রকিব মণ্টু বলেছেন, বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। ক্ষুধা, দারিদ্রমুক্ত, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

আওয়ামী লীগের মনোনয়ন পেলে আগামীদিনে সিলেট-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর সেবা করতে চাই। তিনি গতকাল বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।

গণসংযোগকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. বদরুল আলম, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭)’র কটালপুর শাখার সাবেক চেয়ারম্যান বশারত আলী, আওয়ামী লীগের নেতা আজাদ মিয়া, পাখন মিয়া, আব্দুল কাদির, আব্দুস সালাম, দক্ষিণ সুরমা যুবলীগের নেতা কবির আহমদ, আবুল কালাম, আব্দুল আজিদ, সাবেক জেলা ছাত্রলী নেতা ফয়ছল আহমদ, জীবন আহমদ, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ আহমদ, নজরুল ইসলাম, মইনুল ইসলাম, বাপ্পি আহমদ, মাসুম আহমদ, সামাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!