সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা, সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুর রকিব মণ্টু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্যাগ এবং সাহসিকতা স্মরণীয় হয়ে থাকবে। তিনি নিজ নিজ অবস্থানে থেকে দেশ এবং জাতির কল্যাণে নিবেদিত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
গতকাল শুক্রবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৭০৭) মোগলাবাজার শাখার উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এডভোকেট মণ্টু উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি নাজিম উদ্দিন ইরান। সভায় শ্রমিক নেতৃবৃন্দ সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের অটোরিক্সা চালকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে এসব হয়রানি বন্ধে এডভোকেট আব্দুর রকিব মণ্টুর সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য নূরুল ইসলাম ইছন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. বদরুল আলম, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭)’র কটালপুর শাখার সাবেক চেয়ারম্যান বশারত আলী, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৭০৭) মোগলাবাজার শাখার সাবেক সভাপতি আনছার মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক আছদ্দর আলী, সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ, সদস্য মো. ফয়ছল আহমদ, মো. জিলু মিয়া, মো. রিটন মিয়া, আওয়ামী লীগ নেতা আজাদ মিয়া, পাখন মিয়া, দক্ষিণ সুরমা যুবলীগ নেতা কবির আহমদ প্রমুখ।