বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মনোহর হোসেন মানিক মিয়ার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ



মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ সালিশ ব্যক্তিত্ব, দেওয়ানবাজার ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সচিব এবং দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন ধর্ম বিষয়ক সম্পাদক – বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর নিবাসী মনোহর হোসেন মানিক মিয়া আর নেই। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট শহরস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, চার পুত্র, তিন মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মানিক মিয়ার ছেলে ফ্রান্স আওয়ামী লীগের বর্তমান বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক ইবনে হোসেন তাঁর পিতার জন্য সবার কাছে দুয়া চেয়েছেন।

আলাপকালে মরহুম মনোহর হোসেন মানিক মিয়ার ভাতিজা বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষানুরাগী ইমরানুর রহমান এমরান জানিয়েছেন – তাঁর চাচার জানাজা আগামীকাল (৩ফেব্রুয়ারি) শনিবার বিকেল ৫টায় জামালপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তিনি সবার উপস্থিতি ও দুয়া কামনা করেছেন।

এদিকে মনোহর হোসেন মানিক মিয়ার মৃত্যুতে বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক মুহাম্মাদ শরীফুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মুহাম্মাদ শরীফুজ্জামান বলেন – একজন গুণী, স্বজ্জন ও ভালো সালিশ ব্যক্তিত্ব হিসেবে এলাকায় মনোহর হোসেন মানিক মিয়ার সুপরিচিতি ছিল। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তিনি সুপরামর্শ, উপদেশ, ইতিবাচক ধারণা ও দিক নির্দেশনা দিতেন। একজন সংগঠক হিসেবে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও চির স্বরণীয় হয়ে থাকবে। তাঁর এই চলে যাওয়ায় যে শূণ্যতা সৃষ্ঠি হলো তা পূরণ হবার নয়। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও  মনোহর হোসেন মানিক মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!