শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মনোহর হোসেন মানিক মিয়ার দাফন সম্পন্ন



বালাগঞ্জে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তণ শিক্ষক, প্রবীণ সালিশ ব্যক্তিত্ব, দেওয়ানবাজার ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সচিব এবং দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর নিবাসী মনোহর হোসেন মানিক মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় স্থানীয় জামালপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন ও উপস্থিত ছিলেন, সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সহসভাপতি আব্দুল মালেক রুনু, বিশিষ্ট শিক্ষানুরাগী হাফিজ আব্দুল হাই হারুন, হাফিজ কুতুব উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রবাসী কমিউনিটি নেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন মাখন, মো. আবুল মিয়া, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, আওয়ামী লীগ নেতা মো. দুদু মিয়া, মাহমুদ আলী কাঁচা, ময়নুল ইসলাম সালেহ, মো. শিরমান উদ্দিন, আতিকুল ইসলাম আতিক, সৌদিআরব প্রবাসী মো. শাহাব উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য খন্দকার আব্দুর রকিব, মরহুম মনোহর হোসেন মানিক মিয়ার ভাতিজা- বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষানুরাগী মোহাম্মাদ ইমরানুর রহমান এমরান, মরহুমের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী সুয়েব হুসেন, মেজো ছেলে ফ্রান্স আওয়ামী লীগের বর্তমান বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক ইবনে হোসেন, ব্যাংকার মো. সাখাওয়াত হুসাইন সুমন, ফয়েজ আহমদ, ফ্রান্স প্রবাসী ফয়জুর রহমান ফয়েজ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মোঃ হেলাল, সমাজকর্মী খায়রুল ইসলাম, রায়হান রশীদ প্রমুখ।

এর আগে গত শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেট শহরস্থ বাসভবনে মনোহর হোসেন মানিক মিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১বছর। তিনি স্ত্রী, চার পুত্র এবং তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর শুনার পর পরিবার-পরিজন ও দেশবিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন ও গুনগ্রাহীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ফেসবুকসহ বিভিন্ন প্রচার মাধ্যমে শোকপ্রকাশ করে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!