রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে অসহায় দিনমজুর পিতার কন্যার বিয়েতে আর্থিক সহায়তা প্রদান



বালাগঞ্জে অসহায় দিনমজুর পিতার কন্যার বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করেছেন দেশ-বিদেশের কয়েকজন হৃদয়বান ব্যক্তি। অসহায় এই দিনমজুরের কন্যার বিবাহের দিনক্ষণ গত মাসের ১৫ সেপ্টেম্বর ধার্য্য হয়েছিল। কিন্তু উপজেলার শিওরখাল নিবাসি এই দিনমজুরকে টাকার অভাবে মেয়ের বিয়ের দিনক্ষণ পিছিয়ে ফেলতে হয়। পরে কোন উপায়ন্তর না পেয়ে তিনি এই প্রতিবেদককে নিজের অসহায়ত্বের বিষয়টি বর্ণনা করে সহযোগিতা চান।

এই প্রতিবেদক অসহায় দিনমজুর পিতার অবস্থান তুলে ধরে সবিস্তর বর্ণনা করে সাহায্যের আবেদন জানিয়ে গত ১৯ সেপ্টেম্বর “অভাবের কারণে কন্যার বিবাহ অনুষ্ঠান পরিবর্তন, দিশেহারা পিতার সাহায্যের আবেদন” শিরোনামে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। তার এই ফেসবুক স্ট্যাটাসে এগিয়ে আসেন দেশ-বিদেশের কয়েকজন হৃদয়বান ব্যক্তি। যাতে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা আর্থিক অনুদান উঠে। এই অনুদান দিয়ে বিবাহের আনুষ্ঠানিকতা সেরে আগামীকাল ৫ অক্টোবর (শুক্রবার) অসহায় দিনমজুর পিতা বরের হাতে নিজ কন্যাকে তুলে দেয়ার ব্যবস্থা করছেন।

স্ট্যাটাসটি পোষ্ট করার পর তাতে সাড়া দিয়ে আর্থিক সহায়তা দান করেন যথাক্রমে – আটাব বাংলাদেশের সহ সভাপতি ও সিলেট অঞ্চলের সভাপতি, সিলেটের যাত্রিক ট্রেভেলস এর সত্তাধিকারী, জালালপুর নিবাসি আব্দুল জব্বার জলিল (দশ হাজার টাকা), যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী, দেওয়ান বাজার
ইউনিয়নের শিওরখাল নিবাসি মোঃ আরজু মিয়া পরিবারের পক্ষ থেকে (পাঁচ হাজার টাকা), যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী শিওরখাল নিবাসি জিএম চৌধুরী ফরহাদ (আট হাজার টাকা), যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী গহরপুর বড়জমাত নিবাসি আব্দুল আজিজ ইসলাম সুহেল (পাঁচ হাজার টাকা), যুক্তরাজ্য প্রবাসী
ওসমানীনগরের গোয়ালা বাজার তেরহাতি ছায়েফ মঞ্জিলের বকুল মিয়া (পাঁচ হাজার টাকা), যুক্তরাজ্য প্রবাসী জগন্নাথপুর উপজেলার প্রবাকরপুর নিবাসি খুদিজা খানম (দুই হাজার টাকা), রতনপুর ওয়েল ফেয়ার টাস্টের পক্ষ থেকে দুই হাজার টাকা, প্রতিবেদকের নিজ পরিবারের পক্ষ থেকে তিন হাজার টাকা ও বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক সম্পাদক, দেওয়ান বাজার ইউনিয়নের বশিরপুর নিবাসি মুহাম্মাদ শরীফুজ্জামান (দশ হাজার টাকা)।

উত্তোলিত আর্থিক অনুদান, সর্বমোট ৫০ হাজার টাকা ৩ অক্টোবর বুধবার বিকেল ৩ ঘটিকায় প্রতিবেদক (গহরপুর রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম হেলাল) নিজে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অসহায় দিনমজুর পিতার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শিওরখাল গ্রামের প্রবীণ মুরব্বী হাজী মনোওর খান, স্থানীয় ইউপি মেম্বার আইয়ুব উল্লাহ, সাবেক মেম্বার নেছাওর আলী, সাবেক মেম্বার মাওলানা আজমান আলী, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম তালুকদার, বড়জমাত ছমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম, তরুণ সমাজকর্মী আব্দুল জলিল মখন প্রমূখ।

গন্যমান্য ব্যক্তিবর্গ সবাই দানশীল সকল ব্যক্তিদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিকে, অসহায় দিনমজুর পিতা মবু উল্লাহ এই কঠিন সময়ে নগদ অর্থ সহায়তা পেয়ে দানশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ তাদের দীর্ঘায়ু কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!