বালাগঞ্জের ‘শেখ সাদেক ফুটবল একাডেমি মাদ্রাসা বাজার’র প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ সাদেক এর দুবাই প্রত্যাবর্তন উপলক্ষে একাডেমির খেলোয়াড়বৃন্দের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারস্থ একাডেমির কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধিত অতিথি ও একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সাদেক।
একাডেমির সাধারণ সম্পাদক ফাহাদ আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, একাডেমির খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, আব্দুল কাইয়ুম, তুহিন আহমদ, জুয়েল ইসলাম, ফাহিম উদ্দিন, নুরুল আমিন, হাসান আহমদ, জুয়েল আহমদ, শাহরিয়ার আহমেদ, সাকিব আহমদ, মিতাক আহমদ, ইকবাল আহমদ, হাসান আহমদ, মিজান আহমদ, ইমন মিয়া, নাজমুল ইসলাম, জামিল আহমদ, জাবেদ আহমদ ও সাহিদ আহমদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে একাডেমির খেলোয়াড়বৃন্দের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্টপ্রদান করা হয়।