বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসির উদ্দিনের উপজেলা সদরস্থ লতিফা কমিউনিটি সেন্টারের নিচতলার বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, ওইদিন রাতের খাবার খেয়ে বাসার একটি রুমে ঘুমিয়ে পড়েন নাসির উদ্দিনের ভাতিজা মিনহাজ উদ্দিন। ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তার চাচার রুমের দরজা খোলা ও জিনিসপত্র তছনছ করা। এসময় রুমের আলমিরার দরজা খোলা অবস্থায় দেখতে পান। চুরেরা বাসার পিছনের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলেও জানান তিনি।
তবে, এদিন নাসির উদ্দিন ও তার স্ত্রী বাসায় ছিলেন না বলে জানা যায়। বিষয়টি জানতে পেরে বালাগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে নাসির উদ্দিন জানান, আলমিরাতে নগদ ৬২ হাজার টাকা ও ৬/৭ ভরি স্বর্ণ রাখা ছিল। আমিও আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। এই সুযোগ হয়তো চুরেরা কাজে লাগিয়েছে।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বাসায় থাকা মিনহাজ ও কাজের মহিলাকে জিজ্ঞাসাবাদ করেছি এবং চুরির ঘটনা উদঘাটনের ব্যাপারে তৎপরতা অব্যাহত আছে।