পূর্ব লণ্ডনের বাংলা টাউন এর বাসিন্দা, ওসমানীনগর উপজেলার ময়না বাজার এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতির সদস্য ও এডুকেশন ট্রাস্টের ট্রাষ্টি আলহাজ্ব ময়না মিয়া সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২:১৫ মিনিটে রয়েল লণ্ডন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র এক কন্যা সন্তান এবং নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা আগামীকাল বাদ যোহর ব্রিকলেইন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এর জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।