প্রখ্যাত বুযুর্গ আল্লামা নূরউদ্দিন গহরপুরী (রহ.) প্রতিষ্ঠিত সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার ৬৪তম বার্ষিক মাহফিল আগামী ২১জানুয়ারি অনুষ্ঠিত হবে। মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু এ ব্যাপারে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।
এদিকে ৬৪তম বার্ষিক মাহফিল সফল করার লক্ষ্যে মাহফিল ব্যবস্থাপনা কমিটির এক সভা শনিবার (০২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু। সভায় জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।