গতবারের চেয়ে পাসের হার কিছুটা বাড়লেও এবার জিপিএ-৫ অনেক কমেছে। তবে পাসের হারের ভিত্তিতে দেশের সব শিক্ষা বোর্ডের মধ্যে সিলেট বোর্ড এবার সবার পেছনে রয়েছে। গতবারও ফলে সিলেট বোর্ড সবার পেছনে ছিল।
সোমবার ফলাফল ঘোষণার পর সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমেদ বলেন, গণিত ও সৃজনশীল বিষয়ে পরীক্ষার্থীরা খারাপ করায় এমন ফল হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘গণিত প্রশ্ন তুলনামূলকভাবে একটু কঠিন ছিল। তাই অনেক শিক্ষার্থী গণিতে ভালো ফল করতে পারেনি। এ ছাড়া সব শিক্ষার্থী এখনো সেভাবে সৃজনশীল বিষয়টি আয়ত্ত করতে পারেনি। এ কারণে সার্বিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে ভবিষ্যতে এটি কাটিয়ে উঠতে বোর্ডের উদ্যোগে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৩ হাজার ১৭১ জন। এর মধ্যে পাস করেছে ৮০ হাজার ১৬২ জন। গতবার ১ লাখ ৮ হাজার ৯২৮ জনের মধ্য পাস করে ৭৬ হাজার ৭১০ জন। এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২২। গতবার যা ছিল ২৩। এ ছাড়া একজনও পাস করেনি এ ধরনের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। অবশ্য গতবারও এমন কোনো প্রতিষ্ঠান ছিল না। গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ কম পেয়েছে ৪৩৪ জন। পাসের হার বেড়েছে দশমিক ৪১ শতাংশ।