বালাগঞ্জ উপজেলার গহরপুর কদমতলা নূরীয়া ইসলামীয়া যুব সমাজ কল্যাণ সংস্থা ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ২য় তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত এ তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সহ সভাপতি ও জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহউদ্দীন রাজু (সাহেবজাদা গহরপুরী রহঃ)। সভাপতিত্ব করেন গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান।
কদমতলা মসজিদের ইমাম সাজিদুল ইসলাম রাফি ও মিলাদ আল মুরাদের পরিচালনায় মাহফিলে মানবতার মুক্তির সনদ গ্রন্থ পবিত্র আল কুরআন ও হাদিস থেকে আলোচনায় পেশ করেন মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী, গহরপুর জামিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, জামিয়ার প্রধান মুফতি মাওলানা আব্দুল্লাহ্, জামিয়ার শিক্ষক মাওলানা ইউনুছ খান, হাফিজ মাওলানা হিফজুর রহমান হেলালী মৌলভীবাজারী, মাওলানা কামাল উদ্দিন আনসারী হবিগঞ্জী, বড়জমাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল করিম এবং হাফিজ আব্দুল জলিল আলাপুরী।
এদিকে এই তাফসিরুল কুরআন মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় কমদতলা নূরীয়া ইসলামিয়া সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও গ্রামবাসী মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন এবং যে সকল ব্যক্তি মাহফিল সফল করার জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রতি বছর যেন আরও বিশাল পরিসরে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে পারেন সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।