সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বালাগঞ্জ বাজার বনিক সমিতির সাথে ইউএনও’র মতবিনিময়



রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বালাগঞ্জ বনিক সমিতির উদ্যোগে মোস্তফা মিয়ার দোকানে সোমবার বিকাল ৫টায় ব্যবসায়ীদের সাথে বালাগঞ্জ ইউএনও’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ ও বালাগঞ্জ বাজারের ব্যবসায়িরা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইউএনও মোঃ নাজমুস সাকিব সবার উদ্দেশ্যে বলেন, বাজারের দ্রব্যমুল্য স্বাভাবিক রেখে ভোক্তাদের ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে হবে। নতুবা আইনগতব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় বক্তব্য রাখেন – সহকারী কমিশনার ( ভূমি) সুমন চন্দ্র দাশ, বালাগঞ্জ থানার অফিসার ইন চার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মোঃ মাখন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুনের মিয়া, স্যানেটারি ইন্সপেক্টর আবুল খায়ের মোঃ শামসুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ইউনুছ মিয়া, বালাগঞ্জ বাজার বনিক সমিতির যুগ্ম আহবায়ক সৈয়দ হাফিজ আহমদ,আব্দুর রশীদ শীষ, রজত চন্দ্রদাস ভুলন, হুসাইন আহমদ, ব্যবসায়ী রঘুবীর সিংহ, বিমল দেবনাথ, শিবুল দাস, আমিনুল ইসলাম টিপু, ঋষীকেশ তালুকদার, রথীন্দ্র লাল রায়, সবুজ দেবনাথ প্রমুখ। পরে তাঁরা বাজারে বিভিন্ন দোকান পরিদর্শন করেন ও সতর্ক করে দেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!