রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

রাজধানীর যাত্রাবাড়ী ও মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ড



রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী ও মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২ টায় যাত্রাবাড়ীর কুতুবখালীর একটি ভবনে ও আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি ভবনে বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভবনটির ওপরে ৬ থেকে ৮ তলা পর্যন্ত একটি মাদ্রাসা রয়েছে বলে জানা গেছে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, মাদ্রাসা ভবনটির নিচতলায় টিভি মেরামতের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই কাঁচাবাজারে ৫০টির মতো দোকান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন