।।শেখ নাদীর শাহ্, পাইকগাছা (খুলনা) থেকে।। পাইকগাছায় মাদক বিরোধী বিশেষ অভিযানে এক মাদক বিক্রেতাকে গাঁজাসহ আটক করেছে পুলিশ । আটক জামশেদ উপজেলার রাড়ুলীর ইউনিয়নের বাঁকার কাদের মোড়লের ছেলে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নিরপম নন্দী জানান, মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাড়ুলীর শহীদ কামরুল মেমোরিয়াল বিদ্যালয়ের সামনে থেকে বাঁকা পুলিশ ফাঁড়ির এএসআই মাহবুব ধৃত মাদক বিক্রেতা জামশেদের স্বীকারোক্তিতে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৩০ গ্রাম গাাঁজাসহ হাতেনাতে আটক করেন।
মাদক বিক্রেতা জামশেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, সে সাতক্ষীরা থেকে গাঁজা নিয়ে বাঁকা বাজারের দিকে আসছিল। পথিমধ্যে পুলিশ তাকে আটক করে দেহ তল্লাশি করে তার কাছে থাকা গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেছে।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, জামশেদ দীর্ঘদিন যাবত সাতক্ষীরা থেকে মাদক এনে তার এলাকায় সহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। সর্বশেষ ঘটনার দিন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করে। সর্বশেষ এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।