বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২০ অক্টোবর) বিকালে পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ নাজমুল হাসান। সভাপতিত্ব করেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি হিমাংশু রঞ্জন দাস।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিলন ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক শান্তি ব্রত চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ ফজলুল হক, হারুনুর রশীদ জাহেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল বেগ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, মো. ফরমান আলী মেম্বার, শিব্বির আহমদ মেম্বার, নূরুল ইসলাম পুতুল মেম্বার, আবুল কালাম খান মেম্বার, জালাল আহমদ মেম্বার, মাহবুবুর রহমান মেম্বার, সাবেক মেম্বার আব্দুল মতিন, শিক্ষক দিলীপ কুমার, শিক্ষক সঞ্জিব দাস, মোশাহিদ আলী, মো. আব্দুল করিম, শাহ আলম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহবুবুর রহমান, গীতাপাঠ করেন দিলীপ দাস।