বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আনোয়ারা হোমিও হল গ্রন্থাগার ও আর্কাইভে সহযোগিতা ও পরামর্শ কামনা



।।এম. রহমান, সিলেট থেকে।। ১৯৯১ সালের ১০ সেপ্টেম্বর আনোয়ারা হোমিও হল গ্রন্থাগার ও আর্কাইভ প্রতিষ্ঠার পর থেকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান, হোমিওপ্যাথি ও দেশ-বিদেশের বিশিষ্ট হোমিও চিকিৎসকদের বইপত্র, তথ্যাদি, ছবি ইত্যাদি সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে। এ ছাড়া ডা. স্যামুয়েল হ্যানিম্যান ও হোমিওপ্যাথি বিষয়ক পত্রপত্রিকা, সংকলন/ম্যাগাজিন; যেমন- হ্যানিম্যান, রোগী চিকিৎসা, সদৃশ-বিধান, শাশ্বতী, বাংলাদেশ হোমিওপ্যাথিক পত্রিকা, পারিবারিক চিকিৎসা, হোমিও দর্পণ, হোমিও চেতনা, আনোয়ারা, হোমিও জ্যোতি, হোমিও শিখা প্রভৃতি সংগ্রহ ও সংরক্ষণ করার চেষ্টা চলছে। ২০২১ সাল থেকে এ বিষয়ে কার্যক্রম বিশেষভাবে জোরদার করা হয়েছে।

ক্রমান্বয়ে আনোয়ারা হোমিও হল গ্রন্থাগার ও আর্কাইভকে হোমিওপ্যাথি বিষয়ক একটি সমৃদ্ধ তথ্য ভান্ডারে পরিণত করার সদিচ্ছাও কর্তৃপক্ষের রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়িত হলে আশা করা যায়, বিজ্ঞান ভিত্তিক পরিপূর্ণ চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি বিষয়ে জ্ঞানার্জনের দ্বার এখানে সবার জন্য আরো উন্মুক্ত ও সহজ হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা ও পরামর্শ সবিনয় কামনা করা হচ্ছে। উল্লেখ্য, ‘ক্লাসিক্যাল হোমিওপ্যাথির বিকাশে চাই পর্যাপ্ত হোমিওপ্যাথিক জ্ঞান ও তথ্যের সমাহার’ শ্লোগানে উজ্জীবিত আনোয়ারা হোমিও হল গ্রন্থাগার ও আর্কাইভে দানকৃত হ্যানিম্যান, হোমিওপ্যাথি ও হোমিওপ্যাথদের বিষয়ে বইপত্র, জার্নাল/সংকলন/ম্যাগাজিন ও তথ্যাদি সাদরে গ্রহণ করা হবে। সার্বিক যোগাযোগ: আনিসুল আলম নাহিদ, লুলু সেন্টার, দেওয়ান বাজার, ডাক: গহরপুর-৩১২৮, বালাগঞ্জ, সিলেট।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!