দক্ষ জনগোষ্ঠি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। নিজেদের স্বাবলম্বি করে তুলতে প্রতিটি নাগরিককে কাজের ক্ষেত্র প্রস্তুত এবং কাজের মধ্যেই নিয়োজিত থাকতে হবে। এক্ষেত্রে কারিগরি শিক্ষা একটি বড়ো ধরনের সহায়ক শক্তি। গতকাল বুধবার (০৭ নভেম্বর) বিকালে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নে শাহজালাল ট্রেনিং একাডেমির উদ্যোগে তিন মাসব্যাপি কম্পিউটার, সেলাই ও ভূমি জরিপ প্রশিক্ষণের শিক্ষার্থীদের সনদ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
স্থানীয় আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী আমিরুল ইসলাম রুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজির আলী, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, শাহজাহান আহমদ ফুটবল একাডেমির পরিচালক মো. শাহনেওয়াজ রাজিব, শাহজালাল ট্রেণিং একাডেমির পরিচালক শেখ মো. জুয়েল রানা, একাডেমির প্রশিক্ষণ সুপারভাইজার মাছুম আহমদ, প্রশিক্ষক সুজেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ১৮জন, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত ২৭জন এবং ভূমি জরিপ প্রশিক্ষণপ্রাপ্ত ৩জন যুবক-যুবতীকে সংবর্ধনা ও তাঁদের সনদ প্রদান করা হয়।