শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমার জালালপুরে জুনায়েদ মিয়ার মতবিনিময় সভা



সিলেট-৩ আসনে জাতীয় জনতা পার্টির সমর্থিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী জুনায়েদ মোহাম্মদ মিয়ার সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (০৭ নভেম্বর) বিকালে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় জনতা পার্টির সমর্থিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া।

প্রবীণ মুরুব্বি হাফিজ খিজির আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির নেতা অবসরপ্রাপ্ত শিক্ষক বিধু ভূষণ সেন, মিসবাউল হক, সাবেক ইউপি সদস্য ইশ্বার্দ আলী, সৈয়দ আখতার হোসেন, সৈয়দ ফুরকান আলী, জয়নাল এ রহমান, মনছুর আলী, রুবেল মিয়া, মইনুল ইসলাম, হাবিবুর রহমান, ব্যবসায়ী মো. শহিদুল হক, গেদন মিয়া, রুবেল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণী ওসমানীর সততা ও ন্যায়ের আদর্শে গড়া সংগঠন জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সদস্য, যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়াকে আসন্ন নির্বাচনে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ (সিলেট-৩) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং তাকে নির্বাচিত করতে সর্বাত্মক সহযোগিতার জন্য নাগরিক সমাজের প্রতি আহবান জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!