এসএম মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মতিউর রহমান শাহিনকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বালাগঞ্জ বাজারস্থ শ্রী গোবিন্দ মিস্টান্ন ভান্ডারে সংগঠনটির পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন ও সাধারণ সম্পাদক নয়ন তালুকদার।
এসময় বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সদস্য সঞ্জয় দাস, রিংকু দাস, নিউটন দাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।