সিলেটের কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান- বর্তমানে মেশিন ঠান্ডা করার চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে।