বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানীনগরে শাহ ইসহাক (রহঃ) ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ



ওসমানীনগরে শাহ ইসহাক (রহঃ) ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি (শনিবার) ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা শাহ আমিনুল ইসলাম ও অন্যান্য ট্রাস্টিদের পক্ষ থেকে গলমুকাপন পীর বাড়িতে এলাকার গরীব ও দুঃস্থদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ পরিচালক মাওলানা শাহ আরিফ রব্বানী, ট্রাস্টের সদস্য শাহ আজমল আলী (আতিক), মদিনাতুল উলুম বড় হাজীপুর মহিলা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা শাহ মাহবুব আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

অনুষ্ঠানে গলমুকাপন, ঈশাগ্রাই, ভল্ববপুর, কিয়ামপুর এবং মাজগাও গ্রামের ২শ ৫০টি গরীব পরিবারের মধ্যে ৩ কেজি চাল ও ৪ কেজি করে আটা প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!