পবিত্র রমজান মাস উপলক্ষে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর গ্রামে আড়াইশ গরিব, অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মো. আজাদ মিয়ার ব্যক্তিগত পক্ষ থেকে তার খাঁপুরস্থ গ্রামের বাড়িতে এলাকার বিভিন্ন গ্রাম এবং সিলেট উপশহর এলাকায় স্থানীয় গরিব, অসহায়দের মধ্যে পৃথক পৃথক ভাবে পবিত্র রমজান মাস উপলক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
গত সোমবার (৬মে) সকাল সাড়ে ১১টায় এসব খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, প্রবীণ মুরুব্বি মিয়াধন মিয়া, সমাজকর্মী খলকু মিয়া, ছিদ্দিকুর রহমান, রুবেল মিয়া প্রমুখ।