রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষক সিরাজুল ইসলাম খান স্মরণে গহরপুর ব্লাড ফাইটার্সের দোয়া মাহফিল



বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম খান স্মরণে রক্তদাতা, স্বেচ্ছাসেবী সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্সের উদ্যোগে আলোচনা সভা, খতমে কোরআন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৬মে) বিকালে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান।

সহকারী শিক্ষক রুহুল আমিনের পরিচালনায় সভার শুরুতে সিরাজুল ইসলাম খানের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও স্বাগত বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক ও গহরপুর ব্লাড ফাইটার্সের উপদেষ্টা সদস্য ছালিকুর রহমান।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শ্যামসুন্দর রায়, খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান খান, সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, সহকারী শিক্ষক হাসান আহমদ, প্রয়াত শিক্ষক সিরাজুল ইসলাম খানের ছোটভাই শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহমদ খান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি পরিচালনা কমিটির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ময়নুল হক, গহরপুর ব্লাড ফাইটার্সের সভাপতি আমিনুর রহমান তুহেল, সদস্য খালেদ আহমদ, জামিল আহমদ, সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী, আব্দুল আজিজ, মাহদি, রায়হান আহমদ, শিবলু, জামিল আহমদ, সাবেল, হাসান, হাবিব, মামুন, বাছিত, ইমাম উদ্দিন, তারেক, আলী আজমল, রাহি, কামরান, কিরন, আবুল হাসান, মাজিদ, আশিক, সাকিল, মুসা, সাদিক জাহাঙ্গীর প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্লাড ফাইটার্সের সদস্য শাহ মিয়াজি নাজিম। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!