স্থানীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দু’দফা বালাগঞ্জের বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। দুপুর ১টার দিকে উপজেলার দেওয়ান বাজার, পশ্চিম গৌরীপুর ও বালাগঞ্জ সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। এরপর দুপুর ৩টার দিকে আরেক দফা কালবৈশাখী ঝড় হয়েছে। এ ব্যাপারে আলাপকালে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া জানান, শিলাবৃষ্টিতে বোয়ালজুড় ইউনিয়নের ৫০ভাগ বোরো ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা তাদের ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি জানান, ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দিতে হবে। অবশ্য এ বিষয়ে শনিবার রাতে আলাপকালে বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. কায়সার ইকবাল জানান, শিলাবৃষ্টিতে পাকা ধানের ক্ষয়ক্ষতির বিষয়ে সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, এসব সহনীয় পর্যায়ে রয়েছে।