বৃটিশদের বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ ভয়াবহ ওমিক্রনের বিরুদ্ধে শতকরা কমপক্ষে ৮০ ভাগ কার্যকর বলে প্রমাণ পেয়েছেন বৃটিশ গবেষকরা। তারা বলেছেন, এর মধ্য দিয়ে ভয়াবহ অসুস্থতা থেকে রক্ষা করা যায়। তবে করোনাভাইরাসের আগের সংস্করণ ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই সক্ষমতা শতকরা প্রায় ৯৭ ভাগ কার্যকর ছিল, বুস্টার ডোজ তার চেয়ে কিছুটা কম কার্যকর। তা সত্ত্বেও বুস্টার ডোজ অসংখ্য মানুষকে হাসপাতালে ভর্তি হওয়া থেকে রেহাই দিতে পারে বলে তারা দেখতে পেয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ইমপেরিয়াল কলেজ লন্ডনের একদল গবেষক এই গবেষণা করেছেন। বৃটেনে ৮ লাখ ৬১ হাজার ৩০৬ জনকে বুস্টার ডোজ দেয়া হয়েছে বৃহস্পতিবার। গবেষকরা বলেছেন, তাদের গবেষণা সীমিত পরিসরের। বিশ্বজুড়ে বিস্তৃত পরিসরে এই গবেষণার ফল ভিন্ন হতে পারে।
বর্তমানে ওমিক্রন সংক্রমন ভয়াবহ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। শুক্রবার বৃটেনে রেকর্ড কমপক্ষে ৯৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন একদিনে। ওমিক্রনের এই সংক্রমণ-ভয়াবহতা কত বেশি হবে তা নির্ধারণের জন্য কাজ করে চলেছেন বিশেষজ্ঞরা।