রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ‘আত্ব তাকওয়া’ প্রকল্প পরিদর্শন করলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী



বালাগঞ্জে রুকন ডেভেলপমেণ্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মুক্তারপুর (রুকনপুর) এলাকায় নির্মিতব্য আত তাক্বওয়া প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রাক্তণ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। বুধবার (১ মে) বিকেলে তিনি প্রধান অতিথি হিসেবে এই প্রকল্প পরিদর্শনকালে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, উদ্যোক্তারা আমার কাছে ঢাকায় গিয়েছিলেন। কথা শুনে মনে হলো এসব কাজ একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই করছেন। তাদের সাথে আল্লাহপাকের সন্তুষ্টি লাভের জন্য আমি দাওয়াত রেখেছি এবং এসে শরিক হয়ছি। এতো বড় কাজ একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। জনাব আলী আহমদ, মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং কৃতকার্যতা কামনা করি। আমি চাই এই মহতি কাজ সফল হোক। তাই আমরা যে যার মতো এলাকার সবাইকে ভালোভাবে বুঝিয়ে এ প্রকল্পের সাথে যুক্ত করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী রুকন ডেভেলপমেণ্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আলী আহমদ নেছাওর।সাংবাদিক জিল্লুর রহমান জিলুর পরিচালনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন – যুক্তরাজ্যের করবি বারাহ কাউন্সিলের সাবেক মেয়র মো. মুজিবুর রহমান আছকির, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, পুলিশের সাবেক এডিশনাল এসপি গোপাল চক্রবর্তী, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলের শওকত আমিন তৌহিদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুল আলম চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল হক আবু, সেলিম খান, প্রাক্তণ শিক্ষক মাসুক মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলাল প্রমুখ।জানাগেছে, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী আলী আহমদ নেছাওরের পারিবারিক উদ্যোগে গঠিত ‘রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’-এর অর্থায়নে ১শ ২০শতক ভূমিতে প্রায় ৫কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই সেবামূলক প্রতিষ্ঠান বাস্তবায়িত হচ্ছে। যেখানে থাকবে এতিমখানা, হাফিজিয়া নুরানী মাদ্রাসা, স্বাস্থ্য কেন্দ্র, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম। ইতোমধ্যে প্রকল্পের রাস্তা, মাটি ভরাট, বিদ্যুৎ লাইন স্থাপন কাজ সম্পন্ন হয়েছে এবং বাউন্ডরি নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!