৯ ডিসেম্বর (রোববার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদাল মিয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হক।
অনুষ্ঠানে অন্যানের মরেধ্য বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ এম শাহরিয়ার, জেলা দুর্নীতি উপ সহকারী পরিচালক সর্দার মঞ্জুরুল আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, থানার এস আই লুৎফুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আওয়াল, সদস্য আব্দুস সালাম, মমতার সমন্বয়কারী তুষার আহমদ, সাংবাদিক আবদুস শহীদ, মো. মোনিম মিয়া প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক সাইফ উদ্দিন এবং গীতা পাঠ করেন উপজেলা মহিলা কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল।