বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইস্ট লন্ডন মস্ক এন্ড লণ্ডন মুসলিম সেন্টারের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে।
গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাংলা মিডিয়ায় প্রদত্ত এক শোক বিবৃতিতে মসজিদের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান ও জেনারেল সেক্রেটারি ড. আব্দুল হাই মুর্শেদ বলেন, রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়, ৭০ বছর রাজ সিংহাসনে অধিষ্টিত ছিলেন। দীর্ঘ এই সাত দশকের রাজত্বকালে রাণী তাঁর প্রজ্ঞা, বিচক্ষণতা, মহানুভবতা ও অসাধারণ নেতৃত্বসুলভ গুণাবলীর মাধ্যমে বৃটেন তথা বিশ্ববাসীর সম্মান ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর সেবামুলক কর্মজীবন সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। রাণী তাঁর জীবদ্দশায় সকল ধর্মের গুরুত্ব এবং ধর্ম যে মানুষ ও কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার শক্তি রাখে সে কথাই বলতেন। তিনি তাঁর কর্তব্যবোধ এবং কর্মের মাধ্যমে বৃটিশ সমাজ তথা বিশ্ববাসীর কাছে যুগযুগ স্মরণীয় হয়ে থাকবেন। আমরা প্রয়াত রাণীর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। সংবাদ বিজ্ঞপ্তি