বরেণ্য বুযুর্গ আল্লামা আব্দুল লতিফ ফুলতলী (রহ.) ও আল্লামা হাফিজ নুর উদ্দিন আহমদ গহরপুরী (রহ.)’র মাজার জিয়ারত করেছেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মহাজোটের সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
নির্বাচনকে সামনে রেখে তিনি ৯ ডিসেম্বর (রোববার) সকালে আল্লামা ফুলতলী (রহ.)’র মাজার এবং সন্ধ্যায় গহরপুরী (রহ.)’র মাজার জিয়ারত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গহরপুরী (রহ.)’র ভ্রাতৃপুত্র ও জামাতা মুফতি হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন শাহনাজ, মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোটে সুয়েব আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কাজল লস্কর, উপজেলা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান পংকি, মো. দিলু মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, উপজেলা যুবলীগ নেতা মইনুল ইসলাম সালেহ, দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি কয়েসুল আলমসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।
এর আগে মাহমুদ উস সামাদ চৌধুরী গহরপুরী (রহ.)’র ছাহেবজাদা ও গহরপুর জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।