ওসমানীনগরের চার বছরের সাজাপ্রাপ্ত যুক্তরাজ্য প্রবাসী এক মহিলাকে আটক করেছে ওসমানী নগর থানা পুলিশ।
জানাগেছে, গ্রেফতারকৃত রিনা বেগম উপজেলার উমরপুর ইউনিয়নের লামাইসবপুর গ্রামের প্রবাসী খোকন মিয়া উরপে আব্দুল মতিনের স্ত্রী। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক থেকে পাসপোর্টে নিজের নাম পরিবর্তনের মাধ্যমে যুক্তরাজ্য থেকে গোপনে দেশে আসা-যাওয়া করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এসআই স্বাধিন চন্দ্র তালুকদারের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট শহরের আলমপুর এলাকায় অভিযান চালিয়ে ওই মহিলাকে গ্রেফতার করা হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম মাঈন উদ্দিন জানান,২০১৪ সালে আদালতে দায়েরকৃত একটি মামলার সাজাপ্রাপ্ত আসামী হিসাবে ওই প্রবাসী দীর্ঘদিন ধরে পলাতক থেকে যুক্তরাজ্য বসবাস করে পাসপোর্টে তাঁর নাম পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন সময় গোপনে বাংলাদেশে আসা যাওয়া করছিলেন।এবার তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে ধৃত করা সম্ভব হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।