শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পৌরসভা ও উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বিএনপি



শেষ ধাপের পৌরসভা এবং উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বিএনপি। গত শনিবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল দলটি।

গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এ সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, নির্বাচন কমিশনের (ইসি) ব্যর্থতা ও সরকারের বেআইনি হস্তক্ষেপ সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এজন্য আসন্ন অবশিষ্ট পৌরসভা ও উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থায়ী কমিটির সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিষয়ে আলোচনা হয়।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!