বালাগঞ্জে অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদ সদস্য লোকন কাপ ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল খেলা শনিবার (২০ মার্চ) বিকেল ৩টায় মোরার বাজারের উত্তরের মাঠে অনুষ্ঠিত হবে।
টুর্ণামেণ্টের প্রবর্তক ও সিলেট জেলা পরিষদের সদস্য লোকন
মিয়া ফাইনালের সময় ও তারিখ নিশ্চিত করে বলেছেন, ঐতিহাসিক এই টুর্ণামেণ্টের সমাপনী ফাইনাল খেলায় দেশ-বিদেশের খেলোয়াড় নিয়ে উভয় দল মাঠে নামবে। ফাইনালে বঙ্গবীর ওসমানী স্পোটিং ক্লাব দয়ামীর বনাম বালাগঞ্জের বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব বাংলাবাজার একে অপরের মোকাবেলা করবে। তিনি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সিলেট-২ আসনের এমপি মুকাব্বির খানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করে উক্ত র্টুণামেন্ট সফল সমাপ্তির জন্য সবার উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য, উক্ত টুর্ণামেন্টে ১ম পুরস্কার একটি কাপ এবং নগদ একলাখ টাকা। ২য় পুরস্কার হিসেবে রয়েছে একটি কাপ এবং নগদ ৫০হাজার টাকা।