রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

‘ভোট না দেয়ায় জুতা পেটা’, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় ৪নং ওয়ার্ডের এক ইউপি সদস্য প্রার্থীকে ‘ভোট না দেয়ায় জুতা পেটার ঘটনা’র প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে ইউনিয়নের সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে শনিবার (২৫ ডিসেম্বর) বিকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় কালিবাড়ী বাজারে এ মানববন্ধন চলাকালে ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালীন বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন কালিবাড়ী বাজার আঞ্চলিক ছাত্রলীগের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান তালুকদার, আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সোসাইটির সিলেট জেলা শাখার সদস্য হাজী মাসুক মিয়া, জালালাবাদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল আলী, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুলতান আলী মনসুর, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার আহমদ চৌধুরী, বোয়ালজুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজি খলুক মিয়া, কালীবাড়ি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আজাদুর রহমান আজাদ, বণিক সমিতির সহ-সভাপতি মতছির আলী মুন্না, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা হুসাইন আহমদ আওলাদ, প্রচার সম্পাদক শামিম আহমদ, স্থানীয় সালিসি ব্যক্তি নূরুল ইসলাম, কালিবাড়ী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ভুক্তভোগী মো. ইয়াসিন মিয়া, বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাকিম, বোয়ালজুড় ইউনিয়ন বিএনপি নেতা আহমদ আলী, সিলেট জেলা শাখার মানবাধিকার কর্মী দুলা মিয়া, মানবাধিকার কর্মী সাংবাদিক এআর কাওছার, রবিউল ইসলাম মাছুম, জাহেদ মিয়া, বোয়ালজুড় ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার সোহাগ, ছালেহ আহমদ, সিরাজ মিয়া, হাকিম মিয়া, রেজুয়ান আহমদ, গিয়াস উদ্দিন, মুজাহিদ আলী, শাহজাহান গাজী, মিজান মিয়া, কাহের মিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী নশর আলী কর্তৃক স্থানীয় ৬যুবককে জুতা পেটা এবং গুম, হত্যার হুমকী প্রদানের ঘটনায় সিলেটের আদালতে নশর আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৮৪/২১ সি,আর, বালাগঞ্জ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!