বিশেষ প্রতিনিধি :: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে যে তিনজনের মৃত্যু হয়েছে তাঁদের দুইজনই নারায়ণগঞ্জের।
আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ফ্লোরা বলেন- নতুন যে তিনজনের মৃত্যু হয়েছে তাঁদের একজন এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন ধরে তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছিল। আজ সকালে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা এক সপ্তাহ আগেই তাঁকে শনাক্ত করেছিলাম। বাকি দুজন হাসপাতালে আসার পরপরই মারা গেছেন এবং তাঁরা দুজনই নারায়ণগঞ্জের।
ফ্লোরা আরো বলেন- এরইমধ্যে পুরো নারায়ণগঞ্জকে আমরা করোনার জন্য একটি হটস্পট হিসেবে চিহ্নিত করেছি। সেখানকার কোয়ারেন্টিন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। সেখানে প্রশাসন আমাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে।