আশুরার রোজার ফজিলত: রাসূল (সা.) বলেছেন মোহররম মাসের রোজা রমজানের পরে সর্বোত্তম রোজা।
وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: “أفضل الصيام بعد رمضان: شهر الله المحرم،
(رواه مسلم)
রাসূল (সা.)-কে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলেন ❝এটা বিগত এক বছরের গোনাহের কাফফারা হয়ে যাবে❞।
قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ فَقَالَ ” يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ
(মুসলিম-১১৬২)
আশুরার রোজার সময় ও রোজার সংখ্যা: মোহররমের ৯/১০ কিংবা ১০/১১ তারিখ ২ টি রোজা।