শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের হাসামপুর সড়কে মাটি ভরাট কাজ সম্পন্ন 



বালাগঞ্জ উপজেলা সদরের দক্ষিণ হাসামপুর গ্রামের ১৩শ ফুট সড়কে মাটি ভরাট কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি’-এর আওতায় এ মাটি ভরাট করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভূষণ দাস জানিয়েছেন, ৮দশমিক ৬মেট্রিক গমের বিনিময়ে এ কাজ বাস্তবায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০মে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর আনুষ্ঠানিকভাবে পাকাকরণ কাজের উদ্বোধন করেন। সড়কে মাটি ভরাটের ফলে স্থানীয় এলাকাবাসী ব্যাপক উপকৃত হবেন।

এদিকে গত মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পাকাকরণ কাজের সমাপনী উপলক্ষে ফলক স্থাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, ইউপি সদস্য আব্দুস শহিদ দুলাল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়া, বন ও পরিবেশ সম্পাদক মো. খালেদ আহমদ, ফারুক মিয়া, সাংবাদিক জাগির হোসেন, মাওলানা আশিকুর রহমান, চমক আলী, গিয়াস উদ্দিন, ছায়েদ আহমদ, আজিজুল হক, মজিদ মিয়া, তালেব উদ্দিন, বাবুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!