এলাকার প্রবীণ মুরুব্বি মো. নুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মশরফ আলী, মদরিছ আলী, নূর মিয়া, শানুর মিয়া, লালা মিয়া, রেকি মিয়া, মোক্তার হোসেন, মো. রুবেল আহমদ, হাবিব মিয়া, রুহেল মিয়া, পংকি মিয়া, বকন আলী প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে জাতীয় জনতা পার্টির সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় জনতা পার্টির সমর্থিত সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়ার পক্ষে জনমত গড়ে তোলার জন্য নাগরিক সমাজের প্রতি আহবান জানান। তিনি বলেন, স্বাধীনতার সর্বাধিকনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর আদর্শের সংগঠন জাতীয় জনতা পার্টি বাংলাদেশকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে।