বাংলাদশ সড়ক পরিবহন শ্রমিকদের ডাকা সারাদেশে ৪৮ ঘন্টা ধর্মঘট কর্মসূচির প্রথম দিন রোববার (২৮ অক্টোবর) বালাগঞ্জে সীমাহীন দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। একদিকে বৃ্ষ্টি অন্যদিকে যানবাহন শুণ্যতায় সকাল থেকে কর্মস্থলে পৌঁছতে চরম বিড়ম্বনার শিকার হয়েছেন জনসাধারণ। তবে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।
উপজেলা সদরের প্রধান দু’টি সড়ক বালাগঞ্জ-তাজপুর-সিলেট এবং সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কসহ সবক’টি রাস্তায় কোন ধরনের যানবাহন চলাচল লক্ষ্য করা যায়নি। হাট বাজার গুলোতে মানুষের আনাগগুনা ছিল স্বাভাবিক।
সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্টান নিয়ম মাফিক তাদের কর্মকান্ড পরিচালনা করেছে। ধর্মঘট কর্মসুচি চলাকালে উপজেলা মাদ্রাসারবাজারসহ বিভিন্ন স্থানে স্থানীয় শ্রমিকরা পিকেটিং করেন। সকাল ১০টার দিকে উপজেলার স্থানীয় মোরার বাজার ও মাদ্রাসা বাজারে শ্রমিকদের বাঁধার মুখে রিকসাও চলাচল করতে পারেনি বলে স্থানীয় সূত্রে জানাগেছে। এতে করে স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েন।
আলাপকালে বালাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান জানান, যেকোন ধরনের নাশকতারোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টহল দিয়েছে। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।