শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শিক্ষক সিরাজুল ইসলাম খান স্মরণে ৪মে বালাগঞ্জে নাগরিক শোকসভা



বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, সদ্য প্রয়াত (১৭ এপ্রিল) সিরাজুল ইসলাম খান স্মরণে দেওয়ানবাজার ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দের পক্ষ থেকে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার (৪মে) বিকাল ৩টায় স্থানীয় মোরারবাজারস্থ আছিয়া কমিউনিটি সেন্টারে এ নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন উপলক্ষে গত সোমবার (২৯এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় মোরারবাজার মৌবন সুপার মার্কেট প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলমের আহবানে ও সভাপতিত্বে সভায় ২৭সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি গঠন করা হয়।

ইউপি চেয়ারম্যান নাজমুল আলমকে আহবায়ক ও সমাজকর্মী শিরমান উদ্দিনকে সদস্য সচিব করে গঠিত কমিটির সদস্যরা হলেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, প্রবীণ রাজনীতিক ডা. কাজল লস্কর, এমএ মালেক, তারা মিয়া, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সমছু মিয়া, সারসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুনেদ আহমদ, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, শিক্ষক হাসান আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, এবি ব্যাংক ইনভেস্টম্যাণ্ট লিমিটেডের ব্যবস্থাপক আব্দুস সালাম ফয়েজ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী আব্দুল আহাদ, ছুরাব আলী, রুহুল আমিন, সুহেল বারী, গোলাম মোস্তফা, খন্দকার আব্দুল মুমিন, মো. ময়নুল হক, সালেহ আহমদ, মোস্তাক আহমদ মসরুর, এমদাদুর রহমান জাকির, আব্দুস সালাম, শেরওয়ান আহমদ। সভায় নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলকে সফল করতে সকলের সহযোগিতা এবং উপস্থিতি কামনা করা হয়।

উল্লেখ্য, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর (খাইশাপাড়া) নিবাসী শিক্ষক সিরাজুল ইসলাম খান গত ১৭ এপ্রিল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় আমেরিকার মিশিগান শহরের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। পরবর্তীতে গত ২২এপ্রিল ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭১বছর। তিনি ৫মেয়ে, ১ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষক মো. সিরাজুল ইসলাম খান ২০১৪ সালে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ শেষে তিনি স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছিলেন। দীর্ঘকালের শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য গুণগ্রাহী শিক্ষার্থী ও স্বজন রেখে গেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!