বালাগঞ্জে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।বালাগঞ্জ উপজেলা প্রশাসন, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়, চানপুর যুব সংঘ, উজ্জীবন যুব সংঘ, গোপীনাথ আশ্রম, গোপাল জিউ আশ্রম, রাধাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্টানে পূজারীরা অঞ্জুলি প্রদান করেন এবং ভক্তবৃন্দরা প্রসাদ গ্রহন করেন।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সহকারী কমিশনার ( ভুমি) পলাশ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারন সম্পাদক নয়ন তালুকদার, সহকারী শিক্ষা অফিসারসহ বিভিন্ন কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা পূজা মন্ডপ পরিদর্শন করেন।