মানব সেবা আমি এবাদতের একটি অংশ হিসেবে মনে করি। বিভিন্ন মাধ্যমে আমি পুরো ফেঞ্চুগঞ্জ উপজেলায় শিক্ষা সেবা করে আসছি। আমি যতদিন বেঁচে থাকব ততদিন মানব সেবার প্রত্যয় ব্যক্ত করছি। উপরোক্ত কথা গুলো বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার আব্দুল করিম ফাউন্ডেশন এর পরিচালক সাংবাদিক রাজা সায়মান।
তিনি গত ১৯ জুলাই ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর আইডিয়াল স্কুলে সিলিং ফ্যান প্রদান কালে এসব কথা বলেন। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন নবপ্রাণ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ শাহরিয়ার নাজিম, নবপ্রাণ আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ মহসিন এবং উক্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ।
উল্লেখ্য যে সাংবাদিক রাজা সায়মনের বাবা হাজী আব্দুল করিম এখনো জীবিত। তাঁর ইচ্ছা মানব সেবা করা। মূলত তার ইচ্ছাতেই ২০১৪ সালে উক্ত ফাউন্ডেশনের জন্ম।