বালাগঞ্জের শিওরখাল খায়রুন্নেছা দারুচ্ছুন্নাহ্ ইসলামিয়া আরাবিয়া মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৮ নভেম্বর (বুধবার) বিকেলে মোরারবাজারে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দুদু মিয়া। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদ সামছুল হক লেছুর পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধাব অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সদস্য তজমুল আলী মূহুরী, আতিকুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মজমিল আলী, মুজিবুর রহমান গেদা মিয়া, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা শাখার সহ -সভাপতি এমরানুর রহমান ইমরান, উপজেলা যুবলীগ নেতা মোঃ শিরমান উদ্দিন, খলকু মিয়া, ইউনিয়ন যুবলীগের নেতা সহসভাপতি সাহেদ আলী গেদা, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুবলীগ নেতা ইসলাম উদ্দিন, চুনু মিয়া, দৌলত মিয়া এবিন, খন্দকার আব্দুর রকিব মেম্বার, রুবেল আহমদ মিশু, মোস্তাফিজুর রহমান, শাহ এনাম আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি খালেদ আহমদ, ছালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা আহমেদ মোসাদ্দেক, জাকির আহমদ, মাসুম আহমেদ, জসিম আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এ ধরনের ন্যাক্কার জনক ঘটনায় আমরা নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার প্রায় সপ্তাহ হয়ে গেছে, তবে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হলেও অন্যান্যরা এখনো অধরা। অভিযুক্ত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনানুগ ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।