
প্রয়াত গোলাম আম্বিয়ার জানাজা ঐ দিন বাদ আছর দক্ষিণ ফেঞ্চুগঞ্জ (মাইজগাঁও) খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পূর্বে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব ওনার প্রদান করে। গার্ড অব-ওনারে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক। পরে মোগলপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাজার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল প্রমুখ।